ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান হলেন ওয়াসিম খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
পাকিস্তান ক্রিকেট কমিটির প্রধান হলেন ওয়াসিম খান পিসিবি প্রধান ওয়াসিম খান: ছবি-সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান।

বৃহস্পতিবার (২০ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান মহসিন খান পদত্যাগের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সম্পর্কে পিসিবির জারি করা বিবৃতিতে বলা হয়, নিজের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেছেন মহসিন, চেয়ারম্যান ইহসান মনি তা গ্রহণ করেছেন।

এদিকে দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াসিম খান। তিনি জানিয়েছেন, এই সম্মানজনক দায়িত্ব দেয়ায় পিসিবি চেয়ারম্যানের কাছে আমি খুবই কৃতজ্ঞ।

এ প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান ইহসান মনি বলেন, এমন কর্মক্ষম ও দক্ষতার একজন লোককে যেতে দেয়া খুবই কঠিন একটি কাজ। কিন্তু তার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তিনি পাকিস্তানি ক্রিকেটে যে অবদান রেখেছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করি।

এর আগে সাবেক টেস্ট ক্রিকেটার ও পিসিবি ক্রিকেট কমিটির প্রধান মহসিন খান পিসিবির চেয়ারম্যান ইহসান মনির সঙ্গে সাম্প্রতিক বৈঠকে নিজের পদ ছাড়ার ইচ্ছার কথা জানান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এইচএমএস/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ